মোরশেদ পাটওয়ারী লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরে বড় ভাইর চুরির অপবাদ সহিতে না পেরে ফেইসবুক লাইভে এসে আদালত ভবনের ৬তলা থেকে লাফিয়ে রাকিব হোসেন রোমান নামে এক যুবক আত্মহত্যা করে। বুধবার
(২৪ মার্চ) দুপুর প্রায় ১২টা দিকে এই আত্মহত্যা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে ঘটনার স্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে রোমানের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকায় মানুষের ভিড় জন্মে থাকে। নিহত রোমান সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূএে জানা যায় রোমান তার বড় ভাইর ভাঙারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। কিছুদিন পূর্বে বাঙারি দোকান থেকে তামার যন্ত্রাংশ খোয়া যায়,এই নিয়ে বড় ভাই রাগ করে তাকে চুরির অপবাদ দিয়ে দোকান থেকে তাড়িয়ে দেয়, বড় ভাইয়ের দেয়া চুরির অপবাদ সহিতে না পেরে রাগ অভিমানে ফেইসবুক লাইভে এসে আদালত ভবনের উপর থেকে সে আত্মহত্যা করে। এই দিকে ছোট ভাইর আত্মহত্যার কথা শুনে হাসপাতালে দৌড়ে এসে কান্নায় ভেঙে পড়ে বড় ভাই সোহেল। এই ব্যাপারে লক্ষীপুর অতিরিক্ত পুলিশ সুপার
(সদর সার্কেল) মোঃ মিমতানুর রহমান ঘটনার সত্যেতা নিশ্চিত করে বলেন রোমানকে হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে আত্মহত্যার কারণ এখন ও জানা যায় নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Attachments area