• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরের সিভিল সার্জনকে ঠিকাদারের চিঠি লক্ষীপুর জেলা ছাএলীগের নতুন কমিটি ঘোষণা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি! পবিত্র রমজান ঈদ-উল ফিতর উপলক্ষে তিরাশি টি মসজিদে ঈদ উপহার। কুমিল্লা থেকে ছিনতাই গাড়ি মুন্সিগঞ্জে উদ্ধার! সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গ্রুপের এমডি ‘পারসন অব দ্যা ইয়ার’ ভূষিত হলেন। উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ এ ১৫০০ পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন। লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতির পিতা- মাতার রোগ মুক্তি কামনা জন্য দোয়াও মিলাদের আয়োজন। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১নং উত্তর হামছাদী ইউনিয়নে দোয়া ও আলোচনা। জাতীয় শ্রমিক লীগের লক্ষ্মীপুর জেলা সহ বিভিন্ন জেলা কমিটি বিলুপ্ত নিয়ে সকল মিথ্যা বানোয়াট এর অবসান
ব্রেকিং নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২৬৪ জন। যা একদিনে করোনায় সর্বোচ্চ ‍মৃত্যু। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লক্ষীপুর-২ আসনের উপ-নিবাচন ২১ জুন,২০২১। গত ২৪ ঘন্টা একদিনে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ৭৭, এবং করোনা শনাক্ত হয়েছে ৫,৩৪৩ লক্ষীপুরে মেঘনা ফেরীতে আগুন, পুড়ে গেছে অনেক মালামাল ও ৬টি যানবাহন। সীমিত পরিসরে এভারের লকডাউনে আদালত চলবে। রমজান মাসে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক এম.পি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামী ৫এপ্রিল থেকে এক সপ্তাহ ফের লকডাউন সারা বাংলাদেশ, এক প্রেস ব্রিফিং এ–ওবায়দুল কাদের। দেশের ৩১ জেলার মধ্যে সবচেয়ে বেশি ঝুকিতে লক্ষীপুর। গত ২৪ ঘন্টা করোনা শনাক্ত লক্ষীপুর-১০ সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, মেলা বন্ধের সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির।

গত ২৪ ঘন্টায় লক্ষীপুর জেলা করোনার পরিস্থিতি।

Amar Shomoy / ৫৯৪ বার
প্রকাশ হয়েছে : বুধবার, ২৮ জুলাই, ২০২১

মোরশেদ পাটওয়ারী লক্ষীপুর প্রতিনিধিঃ-দেশের এই ক্রান্তিলগ্নে গত ২৪ ঘন্টায় লক্ষীপুর জেলায় করোনার পরিস্থিতি, নমুনা পরীক্ষা- ৫৮৩ (পিসিআর-১৬৪, এন্টিজেন- ৪১৯),পজেটিভ-  ২০৫( সদর -৭৯, রায়পুর- ৩০, রামগঞ্জ- ৬১, কমলনগর- ১৩, রামগতি- ২২), সর্বমোট পজেটিভ- ৫০৭৩, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ -৪২৫, মোট নমুনা সংগ্রহ- ২৩৪২৬, টেস্ট সম্পন্ন, ২৫১৩৬ (এন্টিজেন সহ)।
এন্টিজেন এ নেগেটিভ হওয়া নমুনা পিসিআর আবার করা হয় পজেটিভ রোগীর তথ্য, পজেটিভ কেইস বিভাজনঃ সদর-৩০১৭, রায়পুর- ৫৪৫, রামগঞ্জ- ৭৭৪, কমলনগর- ৩৯৬, রামগতি- ৩৪১,মোট ৫০৭৩। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তিঃ- ১০ হাসপাতালে ভর্তি আছ- ২৯, সদর এর রেফার-০২ (সদর হাসপাতাল এর কোভিড ওয়ার্ড- ২৬  রায়পুর- ০৩) হোম আইসোলেটেড চিকিৎসাধীন-১৩৮১ জন, সদর- ৬২০,  রায়পুর- ২১৪,  রামগঞ্জ -৩১৭ , কমলনগর- ১২৫, রামগতি-১০৫)।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য- ১৬ (সদর) মোট সুস্থ- ৩৫৯৩জন (সদর- ২৩২৫, রায়পুর- ৩২৩,  রামগঞ্জ- ৪৪৩, কমলনগর- ২৭০, রামগতি-২৩২) গত ২৪ ঘন্টায় মৃত্যু- ০১ (সদর) মোট মৃত- ৭০জন, (সদর- ৪৬, রায়পুর-৬, রামগঞ্জ- ১৪, কমলনগর-১, রামগতি-৪)।
সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে ভর্তির তথ্য, আইসোলেশনে গত ২৪ ঘন্টায় ভর্তি – ১৭, মোট আইসোলেশনে ভর্তি- মোট- ১৩১৮, গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র- ১৫
আইসোলেশন থেকে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে- ১২৭৯, আইসোলেশনে বর্তমানে ভর্তি আছে- ৭৫।
কোয়রেন্টাইন তথ্য, গত ২৪ ঘন্টায় কোয়া‌রেন্টাইন- ১২৪৫, এ পর্যন্ত মোট কোয়া‌রেন্টাইন- ৫০৪১৭, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন কমপ্লিট-২০০, মোট কোয়ারান্টেইন কমপ্লিটেড -৪২৪২৭, বর্তমানে কোয়ারেন্টাইনে আছে – ৭৭৯০।
হাই ফ্লো নোজাল ক্যানোলাঃ- ৫ (সদর হাসপাতাল) অক্সিজেন কনসেনট্রেটর – ২০ (সদর হসপাতাল- ৭, রামগঞ্জ- ২, কমলনগর- ২, রায়পুর- ২, রামগতি- ২, সিএস অফিস ষ্টোর- ৫) সেন্ট্রাল অক্সিজেন লাইন- সদর হাসপাতাল আইসিইউ বেড- ০৩ (সদর হাসপাতাল)।
টিকার তথ্যঃ- সাইনোফার্ম টিকা (২য় ধাপ) গত ২৪ ঘন্টায় প্রথম ডোজ সম্পন্ন- ১৮৩৮,মোট প্রথম ডোজ সম্পন্ন- ১৫৯৭২, গত ২৪ ঘন্টায় দ্বিতীয় ডোজ সম্পন্ন- ১৪, মোট দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৬১, এষ্ট্রোজেনিকা(১ম ধাপ) প্রথম ডোজ সম্পন্ন- ৫৫৫২৬, দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৩৬০৬৩।


এ জাতীয় আরো খবর
close button