জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরঃ- করোনা মহামারী ভয়াবহ পরিস্থিতিে, গত ২৪ ঘন্টায় লক্ষীপুর জেলা করোনার পরিস্থিতি, নমুনা পরীক্ষা- ৬৮২ (পিসিআর-৪২১, এন্টিজেন- ২৬১) পজেটিভ- ২২২ ( সদর -১০৮, রায়পুর- ৩৫, রামগঞ্জ- ৬৭ কমলনগর- ৯, রামগতি- ৩ সর্বমোট পজেটিভ- ৫৪৬৯। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ -২৯১,মোট নমুনা,সংগ্রহ-২৩৯৯৯,টেস্টসম্পন্ন-২৬১৮৮(এন্টিজেন সহ। এন্টিজেন এ নেগেটিভ হওয়া নমুনা পিসিআর আবার করা হয়।
পজেটিভ রোগীর তথ্য পজেটিভ কেইস বিভাজন : সদর-৩২০৭, রায়পুর- ৬১০, রামগঞ্জ- ৮৮৭, কমলনগর- ৪০৭, রামগতি- ৩৫৮। মোট ৫৪৬৯। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ঃ ১৩ (সদর-১০,রামগঞ্জ-৩, )হাসপাতালে ভর্তি আছ- ৪৫ (সদর হাসপাতাল এর কোভিড ওয়ার্ড- ৩১ রায়পুর- ০৬, রামগঞ্জ-০৭, কমলনগর-১) হোম আইসোলেটেড চিকিৎসাধীন-১৭৩৭ জন,( সদর- ৭৯৪, রায়পুর- ২৭৬, রামগঞ্জ -৪২৩, কমলনগর- ১২২, রামগতি-১২২)।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য- ১৯, মোট সুস্থ- ৩৬১২জন (সদর- ২৩৩১, রায়পুর- ৩২৩, রামগঞ্জ- ৪৪৩, কমলনগর- ২৮৩, রামগতি-২৩২) গত ২৪ ঘন্টায় মৃত্যু- ০৪ (সদর ) মোট মৃত- ৭৫জন (সদর- ৫১, রায়পুর-৬, রামগঞ্জ- ১৪, কমলনগর-১, রামগতি-৪)।
সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে ভর্তির তথ্য আইসোলেশনে গত ২৪ ঘন্টায় ভর্তি – ১৯, মোট আইসোলেশনে ভর্তি- মোট- ১৪১১, গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র- ৬০,আইসোলেশন থেকে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে- ১৩৭০। আইসোলেশনে বর্তমানে ভর্তি আছে- ৪১। কোয়রেন্টাইন তথ্যঃ গত ২৪ ঘন্টায়,কোয়ারেন্টাইন-১১৭৯,এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইন- ৫২৫৭৪, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন কমপ্লিট-৪০৩, মোট কোয়ারান্টেইন কমপ্লিটেড -৪২৯৩১,বর্তমানে কোয়ারেন্টাইনে আছে -৯৬৪৩।
হাই ফ্লো নোজাল ক্যানোলা : ৫, (সদর হাসপাতাল)অক্সিজেন কনসেনট্রেটর – ২০ (সদর হসপাতাল- ৭, রামগঞ্জ- ২, কমলনগর- ২, রায়পুর- ২, রামগতি- ২, সিএস অফিস ষ্টোর- ৫)
সেন্ট্রাল অক্সিজেন লাইন- সদর হাসপাতাল
আইসিইউ বেড- ০৩ (সদর হাসপাতাল)।
টিকার তথ্যঃ- সাইনোফার্ম টিকা (২য় ধাপ) গত ২৪ ঘন্টায় প্রথম ডোজ সম্পন্ন-১৭৪৯,মোট প্রথম ডোজ সম্পন্ন- ১৯৪৪৫। গত ২৪ ঘন্টায় দ্বিতীয় ডোজ সম্পন্ন- ১৭মোট দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৯৩
এষ্ট্রোজেনিকা(১ম ধাপ) প্রথম ডোজ সম্পন্ন- ৫৫৫২৬,দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৩৬০৬৩।