• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরের সিভিল সার্জনকে ঠিকাদারের চিঠি লক্ষীপুর জেলা ছাএলীগের নতুন কমিটি ঘোষণা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি! পবিত্র রমজান ঈদ-উল ফিতর উপলক্ষে তিরাশি টি মসজিদে ঈদ উপহার। কুমিল্লা থেকে ছিনতাই গাড়ি মুন্সিগঞ্জে উদ্ধার! সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গ্রুপের এমডি ‘পারসন অব দ্যা ইয়ার’ ভূষিত হলেন। উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ এ ১৫০০ পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন। লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতির পিতা- মাতার রোগ মুক্তি কামনা জন্য দোয়াও মিলাদের আয়োজন। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১নং উত্তর হামছাদী ইউনিয়নে দোয়া ও আলোচনা। জাতীয় শ্রমিক লীগের লক্ষ্মীপুর জেলা সহ বিভিন্ন জেলা কমিটি বিলুপ্ত নিয়ে সকল মিথ্যা বানোয়াট এর অবসান
ব্রেকিং নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২৬৪ জন। যা একদিনে করোনায় সর্বোচ্চ ‍মৃত্যু। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লক্ষীপুর-২ আসনের উপ-নিবাচন ২১ জুন,২০২১। গত ২৪ ঘন্টা একদিনে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ৭৭, এবং করোনা শনাক্ত হয়েছে ৫,৩৪৩ লক্ষীপুরে মেঘনা ফেরীতে আগুন, পুড়ে গেছে অনেক মালামাল ও ৬টি যানবাহন। সীমিত পরিসরে এভারের লকডাউনে আদালত চলবে। রমজান মাসে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক এম.পি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামী ৫এপ্রিল থেকে এক সপ্তাহ ফের লকডাউন সারা বাংলাদেশ, এক প্রেস ব্রিফিং এ–ওবায়দুল কাদের। দেশের ৩১ জেলার মধ্যে সবচেয়ে বেশি ঝুকিতে লক্ষীপুর। গত ২৪ ঘন্টা করোনা শনাক্ত লক্ষীপুর-১০ সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, মেলা বন্ধের সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির।

গত ২৪ ঘন্টা লক্ষীপুর জেলায় করোনার পরিস্থিতি।

Amar Shomoy / ৪৩০ বার
প্রকাশ হয়েছে : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরঃ- করোনা মহামারী ভয়াবহ পরিস্থিতিে, গত ২৪ ঘন্টায় লক্ষীপুর জেলা করোনার পরিস্থিতি, নমুনা পরীক্ষা- ৬৮২ (পিসিআর-৪২১, এন্টিজেন- ২৬১) পজেটিভ-  ২২২ ( সদর -১০৮, রায়পুর- ৩৫, রামগঞ্জ- ৬৭ কমলনগর- ৯, রামগতি- ৩ সর্বমোট পজেটিভ- ৫৪৬৯। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ -২৯১,মোট নমুনা,সংগ্রহ-২৩৯৯৯,টেস্টসম্পন্ন-২৬১৮৮(এন্টিজেন সহ। এন্টিজেন এ নেগেটিভ হওয়া নমুনা পিসিআর আবার করা হয়।
পজেটিভ রোগীর তথ্য পজেটিভ কেইস বিভাজন : সদর-৩২০৭, রায়পুর- ৬১০, রামগঞ্জ- ৮৮৭, কমলনগর- ৪০৭, রামগতি- ৩৫৮। মোট ৫৪৬৯। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ঃ ১৩ (সদর-১০,রামগঞ্জ-৩, )হাসপাতালে ভর্তি আছ- ৪৫ (সদর হাসপাতাল এর কোভিড ওয়ার্ড- ৩১ রায়পুর- ০৬, রামগঞ্জ-০৭, কমলনগর-১) হোম আইসোলেটেড চিকিৎসাধীন-১৭৩৭ জন,( সদর- ৭৯৪,  রায়পুর- ২৭৬,  রামগঞ্জ -৪২৩, কমলনগর- ১২২, রামগতি-১২২)।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য- ১৯, মোট সুস্থ- ৩৬১২জন (সদর- ২৩৩১, রায়পুর- ৩২৩,  রামগঞ্জ- ৪৪৩, কমলনগর- ২৮৩, রামগতি-২৩২) গত ২৪ ঘন্টায় মৃত্যু- ০৪ (সদর ) মোট মৃত- ৭৫জন (সদর- ৫১, রায়পুর-৬, রামগঞ্জ- ১৪, কমলনগর-১, রামগতি-৪)।
সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে ভর্তির তথ্য আইসোলেশনে গত ২৪ ঘন্টায় ভর্তি – ১৯, মোট আইসোলেশনে ভর্তি- মোট- ১৪১১, গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র- ৬০,আইসোলেশন থেকে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে- ১৩৭০। আইসোলেশনে বর্তমানে ভর্তি আছে- ৪১। কোয়রেন্টাইন তথ্যঃ গত ২৪ ঘন্টায়,কোয়া‌রেন্টাইন-১১৭৯,এ পর্যন্ত মোট কোয়া‌রেন্টাইন- ৫২৫৭৪, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন কমপ্লিট-৪০৩, মোট কোয়ারান্টেইন কমপ্লিটেড -৪২৯৩১,বর্তমানে কোয়ারেন্টাইনে আছে -৯৬৪৩।
হাই ফ্লো নোজাল ক্যানোলা : ৫, (সদর হাসপাতাল)অক্সিজেন কনসেনট্রেটর – ২০ (সদর হসপাতাল- ৭, রামগঞ্জ- ২, কমলনগর- ২, রায়পুর- ২, রামগতি- ২, সিএস অফিস ষ্টোর- ৫)
সেন্ট্রাল অক্সিজেন লাইন- সদর হাসপাতাল
আইসিইউ বেড- ০৩ (সদর হাসপাতাল)। টিকার তথ্যঃ- সাইনোফার্ম টিকা (২য় ধাপ) গত ২৪ ঘন্টায় প্রথম ডোজ সম্পন্ন-১৭৪৯,মোট প্রথম ডোজ সম্পন্ন- ১৯৪৪৫। গত ২৪ ঘন্টায় দ্বিতীয় ডোজ সম্পন্ন- ১৭মোট দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৯৩
এষ্ট্রোজেনিকা(১ম ধাপ) প্রথম ডোজ সম্পন্ন- ৫৫৫২৬,দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৩৬০৬৩।


এ জাতীয় আরো খবর
close button