মোরশেদ পাটওয়ারীঃ- দেশে এ ক্লান্তিময় সময়ে বর্তমানে Covid-19 কারণে এই পৃথিবী নিস্তব্দ এক বিভীষিকাময় মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছে। চারদিকে শুধু মৃত্যুর মিছিল আর মিছিল, কবে যে এই মহামারী এবং বিপদ-আপদ থেকে আমরা মুক্তি পাব সেটাই একমাত্র আল্লাহ ভাল জানে।
সবাই সবার অবস্থান থেকে সজাগ থাকি, নিরাপদ থাকি, এবং সাস্থবিধি মেনে চলি, গত ২৪ ঘন্টায় লক্ষীপুর জেলায় করোনার পরিস্থিতি,
নমুনা পরীক্ষা- ৫০৩ (পিসিআর-১৫৮,এন্টিজেন- ৩৪৫),পজেটিভ- ২০৭( সদর -৭৫, রায়পুর- ৩৪, রামগঞ্জ- ৬৩ কমলনগর- ২১, রামগতি- ১৪) সর্বমোট পজেটিভ- ৫৬৭৬,গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ -৩৫৬, মোট নমুনা সংগ্রহ- ২৪৩৮৬।
টেস্ট সম্পন্ন- ২৬৭১৩(এন্টিজেন সহ। এন্টিজেন এ নেগেটিভ হওয়া নমুনা পিসিআর আবার করা হয়।), পজেটিভ রোগীর তথ্য,পজেটিভ কেইস বিভাজন : সদর-৩২৮২, রায়পুর- ৬৪৪, রামগঞ্জ- ৯৫০, কমলনগর- ৪২৮, রামগতি- ৩৭২। মোট ৫৬৭৬।
গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তিঃ- ৯ সদর-৩,রায়পুর- ৬, ) হাসপাতালে ভর্তি আছে- ৫৭, সদর হাসপাতাল এর কোভিড ওয়ার্ড- ২৯ রায়পুর- ১৭, রামগঞ্জ-১০, কমলনগর-১) হোম আইসোলেটেড চিকিৎসাধীন-১৭৯৮ জন, সদর- ৮০১, রায়পুর- ২৬৭, রামগঞ্জ -৪৫৬,কমলনগর- ১৪২, রামগতি-১৩২)
গত ২৪ ঘন্টায় সুস্থ্য- ৮ মোট সুস্থ- ৩৭৪৫ জন (সদর- ২৪০১, রায়পুর- ৩৫৪, রামগঞ্জ- ৪৭০, কমলনগর- ২৮৪, রামগতি-২৩৬)গত ২৪ ঘন্টায় মৃত্যু- ০১( রায়পুর)মোট মৃত- ৭৬জন(সদর- ৫১, রায়পুর-৬, রামগঞ্জ- ১৪, কমলনগর-১, রামগতি-৪)
সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে ভর্তির তথ্য, আইসোলেশনে গত ২৪ ঘন্টায় ভর্তি – ৩৫
মোট আইসোলেশনে ভর্তি- মোট- ১৪৭০গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র- ০২০ আইসোলেশন থেকে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে- ১৩৯৭,আইসোলেশনে বর্তমানে ভর্তি আছে- ৭৩।
কোয়রেন্টাইন তথ্য, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন-১১৮৩, এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইন- ৫৩৭৯৫, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন কমপ্লিট-১৩৮, মোট কোয়ারান্টেইন কমপ্লিটেড -৪৩৫৬৯, বর্তমানে কোয়ারেন্টাইনে আছে -১০২২৬হাই ফ্লো নোজাল ক্যানোলা : ৫(সদর হাসপাতাল)
অক্সিজেন কনসেনট্রেটর – ২০ সদর হসপাতাল- ৭, রামগঞ্জ- ২, কমলনগর- ২, রায়পুর- ২, রামগতি- ২, সিএস অফিস ষ্টোর- ৫, সেন্ট্রাল অক্সিজেন লাইন- সদর হাসপাতাল,আইসিইউ বেড- ০৩ (সদর হাসপাতাল)
–
টিকার তথ্যঃ- সাইনোফার্ম টিকা (২য় ধাপ) গত ২৪ ঘন্টায়, প্রথম ডোজ সম্পন্ন-২১১০মোট প্রথম ডোজ সম্পন্ন- ২৩৪৯৮,গত ২৪ ঘন্টায় দ্বিতীয় ডোজ সম্পন্ন-১৮,মোট দ্বিতীয় ডোজ সম্পন্ন- ১২৪ এষ্ট্রোজেনিকা(১ম ধাপ) প্রথম ডোজ সম্পন্ন- ৫৫৫২৬, দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৩৬০৬৩