মোরশেদ পাটওয়ারীঃ- Covid-19 করোনা মহামারীতে গত ২৪ ঘন্টায় লক্ষীপুর জেলায় করোনার পরিস্থিতি, নমুনা পরীক্ষা-৩৯৩ পিসিআর-৩৫৯, এন্টিজেন- ৩৪।পজেটিভ- ১৩০ সদর -১০২, রায়পুর- ০, রামগঞ্জ- ১১,কমলনগর- ১৩, রামগতি- ৪ সর্বমোট পজেটিভ- ৬৫৯৮।
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ – ৬৯, মোট নমুনা সংগ্রহ- ২৬১০১,টেস্ট সম্পন্ন- ২৯৪১৪,এন্টিজেন সহ। এন্টিজেন এ নেগেটিভ হওয়া নমুনা পিসিআর আবার করা হয়। পজেটিভ রোগীর তথ্য, পজেটিভ কেইস বিভাজন : সদর-৩৬৬৮, রায়পুর- ৭৭৪, রামগঞ্জ- ১২৪৩, কমলনগর- ৪৯১, রামগতি- ৪২২। মোট ৬৫৯৮।
গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তিঃ- ২, রায়পুর-২, হাসপাতালে ভর্তি আছ- ৫৪সদর হাসপাতাল এর কোভিড ওয়ার্ড- ৩১ রায়পুর- ০৯, রামগঞ্জ-১০, কমলনগর-৩, রামগতি-০১।
হোম আইসোলেটেড চিকিৎসাধীন- ২৫৯২জন,
সদর- ১১৩৫, রায়পুর- ৩৮৬, রামগঞ্জ -৭০৯, কমলনগর- ১৮৮, রামগতি-১৭৪, গত ২৪ ঘন্টায় সুস্থ্য- ৯৬ সদর-৩৩. রায়পুর- ০২, রামগঞ্জ- ৩৯, কমলনগর- ১৫, রামগতি- ৭।
মোট সুস্থ- ৩৮৬৯জন সদর- ২৪৪৯, রায়পুর- ৩৬৯, রামগঞ্জ- ৫০৯, কমলনগর- ২৯৯, রামগতি-২৪৩ গত ২৪ ঘন্টায় মৃত্যু- ২, সদর-১, রায়পুর- ১, মোট মৃত- ৮৩জন সদর- ৫৩, রায়পুর-১০, রামগঞ্জ- ১৫, কমলনগর-১, রামগতি।
সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে ভর্তির তথ্য, আইসোলেশনে গত ২৪ ঘন্টায় ভর্তি – ১৩
মোট আইসোলেশনে ভর্তি- মোট- ১৫৬৬ গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র- ০৪ আইসোলেশন থেকে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে- ১৪৮৩, আইসোলেশনে বর্তমানে ভর্তি আছে- ৮৩।
কোয়রেন্টাইন তথ্য গত ২৪ ঘন্টায়,কোয়ারেন্টাইন-৫৮৯, এ পর্যন্ত মোট,কোয়ারেন্টাইন- ৫৯১৯৯, গত ২৪ ঘন্টায়,কোয়ারেন্টাইন কমপ্লিট-৬৩৩মোট কোয়ারান্টেইন কমপ্লিটেড -৪৪৭৮৮,বর্তমানে কোয়ারেন্টাইনে আছে -১৪৪১১
হাই ফ্লো নোজাল ক্যানোলাঃ- ৯ সদরহাসপাতাল অক্সিজেন কনসেনট্রেটর – ২০ সদর হসপাতাল- ৭, রামগঞ্জ- ২, কমলনগর- ২, রায়পুর- ২ রামগতি- ২, সিএস অফিস ষ্টোর- ৫ সেন্ট্রাল অক্সিজেন লাইন- সদর হাসপাতাল আইসিইউ বেড- ০৩ সদর হাসপাতাল
টিকার তথ্যঃ- সাইনোফার্ম টিকা ২য় ধাপঃ-
গত ২৪ ঘন্টায় প্রথম ডোজ সম্পন্ন-২২৮৬
মোট প্রথম ডোজ সম্পন্ন- ৩৩৯২৫, গত ২৪ ঘন্টায় দ্বিতীয় ডোজ সম্পন্ন-১০৮ মোট দ্বিতীয় ডোজ সম্পন্ন- ২৮৩
এষ্ট্রোজেনিকা ১ম ধাপঃ- প্রথম ডোজ সম্পন্ন- ৫৫৫২৬ দ্বিতীয় ডোজ সম্পন্ন- ৩৬০৬৩।