লক্ষীপুর প্রতিনিধিঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (১৮অক্টোবর) বিকেলে উত্তর তেমুহনীস্থ লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে, সকল সহযোগী সংগঠনকে নিয়ে আয়োজিত আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠানে 
গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। 
এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক মুনছুর আহম্মদ, জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, জেলা জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ ও জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটোয়ারি প্রমুখ।