• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরের সিভিল সার্জনকে ঠিকাদারের চিঠি লক্ষীপুর জেলা ছাএলীগের নতুন কমিটি ঘোষণা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি! পবিত্র রমজান ঈদ-উল ফিতর উপলক্ষে তিরাশি টি মসজিদে ঈদ উপহার। কুমিল্লা থেকে ছিনতাই গাড়ি মুন্সিগঞ্জে উদ্ধার! সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গ্রুপের এমডি ‘পারসন অব দ্যা ইয়ার’ ভূষিত হলেন। উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ এ ১৫০০ পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন। লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতির পিতা- মাতার রোগ মুক্তি কামনা জন্য দোয়াও মিলাদের আয়োজন। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১নং উত্তর হামছাদী ইউনিয়নে দোয়া ও আলোচনা। জাতীয় শ্রমিক লীগের লক্ষ্মীপুর জেলা সহ বিভিন্ন জেলা কমিটি বিলুপ্ত নিয়ে সকল মিথ্যা বানোয়াট এর অবসান
ব্রেকিং নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২৬৪ জন। যা একদিনে করোনায় সর্বোচ্চ ‍মৃত্যু। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লক্ষীপুর-২ আসনের উপ-নিবাচন ২১ জুন,২০২১। গত ২৪ ঘন্টা একদিনে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ৭৭, এবং করোনা শনাক্ত হয়েছে ৫,৩৪৩ লক্ষীপুরে মেঘনা ফেরীতে আগুন, পুড়ে গেছে অনেক মালামাল ও ৬টি যানবাহন। সীমিত পরিসরে এভারের লকডাউনে আদালত চলবে। রমজান মাসে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক এম.পি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামী ৫এপ্রিল থেকে এক সপ্তাহ ফের লকডাউন সারা বাংলাদেশ, এক প্রেস ব্রিফিং এ–ওবায়দুল কাদের। দেশের ৩১ জেলার মধ্যে সবচেয়ে বেশি ঝুকিতে লক্ষীপুর। গত ২৪ ঘন্টা করোনা শনাক্ত লক্ষীপুর-১০ সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, মেলা বন্ধের সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির।

মনোনয়ন পএ জমা দিলেন পৌরসভার মেয়র প্রার্থী মনিরুজ্জামান পাটওয়ারী।

Amar Shomoy / ৩৪৩ বার
প্রকাশ হয়েছে : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

লক্ষীপুর প্রতিনিধিঃ- আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজ নৈতিক কার্যালয়ে ধানমন্ডির ৩/এ মনোনয়ন
পএ জমা দিলেন নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক  সফল সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী।গত বৎসর (২০২০) সালে মার্চ মাসে করোনাভাই
রাস সংক্রমণের শুরু থেকে বর্তমান করোনা
মহামারী চলমান পর্যন্ত নিজেকে স্বেচ্ছায় নিয়োজিত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী,
দেশ- রত্নশেখ হাসিনার নির্দেশে জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কে সহযোগিতা করার মাধ্যমে সবসময় মানুষের কল্যাণে কাজ করতে দেখেছি, গত বছর করোনার ভাইরাসের শুরু থেকে স্বেচ্ছায়  নিজেই ডেকে নিলেন সবুজ বাংলাদেশের সভাপতি, সম্পাদক কে করোনা,
মৃত লাশ দাফনে সকল সরঞ্জাম দিয়ে সহযোগীতা করবে এবং সাথে যুক্ত হলো ইনাফা টিম। লাশ দাফনে প্রথম থেকে পিপি, হ্যান্ড স্যানিটাইজার, সহ যাবতীয় যা যা লাগে সব দিয়ে সাহায্যে সহযোগিতা করে আসছেন। দিয়েছেন সাহস, প্রতিবাদ এবং যারা সমালোচনা করেছে তাদেরকে নিয়ে দলগত সভা,যোগাযোগ, উৎসাহ দিয়ে পাশে ছিলেন। কোন কাজের সব চাইতে বড় জিনিস হচ্ছে সাহস, আর উৎসাহ দেওয়া যা তিনি করে যাচ্ছেন। দুইটি সংগঠনের সরাসরি কোন পদে  নেই, তবে সবসময় সংগঠনের দুটোর পাশে রয়েছেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু থেকে নিয়ে দিয়েছেন গাড়ি। ধাপে ধাপে দিয়ে যাচ্ছেন সুরক্ষা সামগ্রী,হয়তো বা অনেকেই এটি জানেনা না। সমাজ পরিবর্তন এবং সরকারের কাজের সহযোগীতা করা অনেক নিবর মানব সেবী রয়েছে এই সমাজে, তারা কখনো এই সব মানব সেবার কাজে এগিয়ে আসেন নাই, আর যাদের কোন মানব সংগঠন নেই, নেই কোন স্বার্থ তাঁরাই গত করোনা পরিস্থিতিতে এগিয়ে এসেছেন এটা আমাদের সকলের জন্য আজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে।বলছি তরুণ প্রজন্মের আইকনকরোনার মানবতার ফেরিওয়ালা এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের প্রভাব-শালী সদস্য মুহাম্মদ মনিরুজ্জামান পাটোয়ারী কথা। একজন সাবেক ছাত্র নেতা নেই কোন অহংকার। স্বেচ্ছাসেবীদের সাথে পরিবারের সদস্যদের মত কাজ করছেন শুধু সবুজ বাংলাদেশ ইনাফা নয় বহু লাশ দাফন
টিমকে সহযোগীতা করেছেন তিনি। ত্রাণ বিতরণ সামগ্রী থেকে শুরু করে দরিদ্র,হতদরিদ্র অসহায় মাঝে সাহায্যে সহযোগিতা করে আসছেন একজন প্রতিবাদী মানুষ নিজজেলার গুরুত্ব
পূর্ণ সমস্যা গুলো নিয়ে প্রায় কথা বলতেন, এবং  নিজের ফেইজবুকে থেকে বাস্তবমুখী লেখালেখি করতেন ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে কথা বলতেন। বর্তমান একটি সমাজ তথা দেশের সামাজিক পরিবর্তনের জন্য এমন মানুষ গুলো প্রয়োজন, এদের হাতে যখন সমাজের গুরু দ্বায়িত্ব পড়বে তখন অবশ্যই পরিবর্তন আসবে। করোনার ক্লান্তিলগ্নে মনির পাটওয়ারীর এই অবদান সারাদেশ মনে রাখবে বিশেষ করে লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবকরা। পরিশেষে আপনার মঙ্গল কামনা করি। হোক আপনাদের হাতেই
এই দেশ তথা সমাজ পরিবর্তন। 


এ জাতীয় আরো খবর
close button