দেশের বর্তমানে করোনার প্রাদুর্ভাব কথা চিন্তা করে এবং করোনার পরিস্থিতি ঠেকাতে আবারও লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকা। এই সময় জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কলকারখান। এর আগে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৯ মার্চ থেকে সরকারের দেওয়া সতর্কবার্তার মাধ্যমে মাস্ক বিতরণ, দুরত্ব বজায় রাখা, এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন কোন ফলাফল আসেনি।