লক্ষীপুর প্রতিনিধিঃ-প্রতি বছরের ন্যায় এবার ও মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করেন লক্ষীপুর সদর উপজেলার ১নং উওর হামছাদী ইউনিয়ন (০৫) নং ওয়ার্ডের পূর্ব হাসন্দী গ্রামের বিশিষ্ট শিল্পপতি,বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর, সমাজ সেবক মাশাআল্লাহ প্রপার্টিজ এর চেয়ারম্যান, এবং বসুন্ধরা গ্রুপের (ল্যান্ড পারচেজ এ্যান্ড সেলস্ এজেন্ট)
আলহাজ্ব জহির রায়হান এর অর্থায়নে এবং মাশাআল্লাহ গ্রুপের ডি এম ডি বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলামের উদ্যোগে সোমবার (১৯ এপ্রিল) ইফতার সামগ্রী বিতরনে প্রায় ১৫০০ অসহায়, নিরীহ, হতদরিদ্র পরিবারের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ লিঠার তৈল, ৫,১০,১৫ কেজি চাউল কমবেশি করে বিভিন্ন পরিবার দেখে বিতরণ করেছেন।
উক্ত ইফতার সামগ্রী বিতরনে এলাকার সাধারণ মানুষকে নিয়ে তার দিক নির্দেশনা মোতাবেক বন্টন করে থাকেন। এই প্রসঙ্গে নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বড় ভাই আলহাজ্ব জহির রায়হান বিভিন্ন সামাজিক কাজে, সামাজিক প্রতিষ্ঠান এবং গ্রামের অসহায়, নিরীহ, দারিদ্র, হতদরিদ্র এর মাঝে আমার মাধ্যমে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে ও যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও গত বছর বাংলাদেশের করোনা মহামারীর যে প্রাদুর্ভাব ছিল সে সময় ও আমরা গ্রামের অসহায়, নিরীহ, দরিদ্র, হতদরিদ্র এর পাশে ছিলাম, এবং বতমানে বাংলাদেশের করোনার যে ভয়াবহ পরিস্থিতি এই সময় ও আমরা গ্রামের অসহায়,নিরীহ, দরিদ্র,হতদরিদ্র এর পাশে থেকে সাহায্যে সহযোগিতা করে যাবো এবং এই কাযক্রম প্রতি বছর আমরা যেন চালিয়ে যেতে পারি সেই আশা ব্যাক্ত করে এলাকার সবার কাছে আমার বড় ভাই আলহাজ্ব জহির রায়হান এবং আমার জন্য দোয়া কামনা প্রত্যাশী।