মোরশেদ পাটওয়ারী লক্ষীপুর প্রতিনিধিঃ- শুক্রবার রাত ১১ টার দিকে ৩ জন ইন্ডিয়ান মালএশিয়া বাংলাদেশীদের বাসায় ডাকাতির উদ্দেশ্য বাসার ভিতর প্রবেশ কর। এই সময় তারা নিজেদের পুলিশের পরিচয় দিয়ে ৫/৬ জন বাংলাদেশীর মোবাইল ছিনিয়ে নেয়।পরে কয়েকজনের হাত,মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে বাংলাদেশীদেরকে, এই সময় বাংলাদেশীদের চিৎকারে স্থানীয় মালএশিয়া নাগরিকরা এগিয়ে আসেন, পরে তাদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
আহতরা হলেন– রফিকুল ইসলাম (৩৫) আতিকুর রহমান (২৮) মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭) ফয়সাল (২৮) রাকিবুল ইসলাম (২৭) এদের মধ্যে রাকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজন। এরই মধ্যে ডাকাতির ঘটনা জালান বান্ডার এইচ এস লী, থানায় ( বালাই) একটি মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নুরদায়ু বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্য কে ঘটনাস্থলে থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছ।