চট্টগ্রাম প্রতিনিধিঃ- বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার পর পরই নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। বর্তমানে আহবায়ক কমিটিতে আছেন
আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির, ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব করা হয়। এছাড়াও এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মুহিবুল্লাহ বাবুনগরীকে এবং মাওলানা সালাউদ্দীন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমানকে সদস্য করা হয়। এক ফেইসবুক বার্তায় বলা হয় চলমান অস্থির ও নাজুক এবং পরিস্থিতির কথা বিবেচনা করে হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হলো।
এর আগে রোববার রাতে ১১ টার দিকে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।