লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- প্রায় রমজান মাসব্যাপী লক্ষীপুর পৌর এলাকা দরিদ্র হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে যাচ্ছেন, এবং যাবেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এছাড়াও দরিদ্র হতদরিদ্রের দ্বারপ্রান্তে এাণ সামগ্রী ও পৌঁছে দিচ্ছেন তিনি।
আজকে অষ্টম দিনে ইফতার সামগ্রী বিতরন করেন লক্ষীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের সাহাপুর শিল্প একাডেমি ও এতিমখানা, এবং আশেপাশের এলাকায় গুলোতে। এই সময় তার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় এতিমখানা আলেম ওলামাদের দোয়া নিয়ে সে যেন বাকি রমজান গুলোতও ঠিক একই কায়দা পৌর এলাকার প্রতোকটি পয়েন্ট এবং ওয়ার্ডে ছিন্নমুল, দরিদ্র, হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে যেতে পারেন, তার জন্য দোয়া চেয়েছেন।
পরিশেষে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, আমি জননএী শেখ হাসিনার বার্তায় বাংলাদেশের কোন লোক না খেয়ে থাকবেনা এরই ধারাবাহিকতায় আমি আমার অবস্থান থেকে ছিন্নমুল, অসহায়, নিরীহ, দরিদ্র, হতদরিদ্রের মাঝে সহযোগিতা করে যাচ্ছি এবং করে যাব।