লক্ষীপুর প্রতিনিধিঃ- বর্তমানে বিশ্বে এই ক্রান্তিলগ্নে মহামারী করোনার ভাইরাসের এই দুঃহ সময়ে মুসলিম জাতির দীর্ঘ এক মাস সিয়াম এর শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর।
লক্ষীপুর জেলা সহ বাংলাদেশের দেশের বাইরে এবং দেশবাসীর সকল মুসলিম ভাই- বোনদের, ও ধর্ম বর্ণ, নির্বিশেষে দক্ষিণ কোরিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সৈয়দ মোহাম্মদ গোলাম সারোয়ার এর পক্ষ থেকে আগাম পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা। প্রানঘাতী করোনা ভাইরাসের এই
মহাবিপর্যয় অবস্থা দেশের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে, তাই সকলে সকলের অবস্থান থেকে অসহায়, নিরীহ, দরিদ্র, হতদরিদ্র পাশে থাকবেন এবং এই পবিএ মাহে রমজান মাসে সকলে আমার মা- বাবার জন্য দোয়া করবেন এবং সকলে সকলের জন্য দোয়া করবেন।”ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ” এই আনন্দ টা আমরা এবার ব্যাতিক্রম ভাবে স্বল্প পরিষরে স্বাস্থ্যবিধি মেনে চলে পালন করব এবং সকলেই সরকারের বিধি-বিধান মোতাবেক মেনে পবিএ ঈদ উদযাপন করব, সকলের দীর্ঘায়ু কামনা করি এই আশা ব্যক্ত করে আবারও লক্ষীপুর জেলা সহ দেশের বাইরে এবং দেশবাসীকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।