মোরশেদ পাটওয়ারী লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দিন
জেলা পর্যায়ে চতুর্থ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। রোববার (৬জুন) ২০২১ ইং তারিখে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয় মোঃ আনোয়ার হোসেন স্বীকৃতি স্বরূপ তাহার কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে লক্ষীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দিনকে ক্রেস্ট ও শ্রেষ্ঠত্ব সনদ প্রধান করেন।
এই সময় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়াকে ও ক্রেস্ট ও শ্রেষ্ঠত্ব সনদ প্রধান করেন।
এই সময় উপস্থিত ছিলেন লক্ষীপুর পুলিশ সুপার মহোদয় ড. এ এইচএম কামরুজ্জামান পিপি এম (সেবা)। লক্ষীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দিন বলেন
পুলিশ হলো জনগণের বন্ধু, আমরা সেই লক্ষে জনগণের সেবাকে ভাল কাজের মাধ্যামে পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। শ্রেষ্ঠত্ব অর্জন করা এটা ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। ভবিষ্যতে যাতে এই ধারা অব্যাহত থাকে, তার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।